Sobujbangla.com | নেপালের কাছে হেরে ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের
News Head

নেপালের কাছে হেরে ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের

  |  ১৭:৩২, ডিসেম্বর ০৮, ২০১৯

৩৫ লাখ টাকার পুরস্কারের হাতছানিও বাংলাদেশকে নিয়ে যেতে পারলো না ফুটবল ফাইনালে। শেষ ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে ফাইনালে না উঠলেও ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
সমীকরণটা এমন ছিল যে, বাংলাদেশকে ফাইনালে উঠতে হলে জিততেই হতো। আর নেপালের দরকার ছিল ড্র। কিন্তু নেপাল ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়েই উঠে যায় গেমস ফুটবলের ফাইনালে। দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে আরেকবার ব্যর্থ হয়ে ঘরে ফিরছে বাংলাদেশ।
টিকে থাকার ম্যাচে বাংলাদেশ শুরুই করেছিল ডিফেন্সিভ মুডে। কিন্তু সেই ডিফেন্সের চরম ব্যর্থতায়ই বাংলাদেশ গোল খেয়ে বসে ১১ মিনিটে। সেই গোল আর ফেরত দিতে পারেনি জেমি ডে’র শিষ্যরা। গোল ধরে রেখে ঘরের মাঠের ফুটবলের ফাইনালে নাম লেখায় নেপাল।
এসএ গেমস ফুটবলে বাংলাদেশ দুইবার স্বর্ণ জিতেছিল ১৯৯৯ সালে কাঠমান্ডুতে এবং ২০১০ সালে ঢাকায়। মঙ্গলবার ফাইনালে ভুটানের বিপক্ষে নামবে স্বাগতিক নেপাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ