Sobujbangla.com | মিয়ানমার-বাংলাদেশকে আলোচনায় বসাতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র: বার্নিকাট
News Head

মিয়ানমার-বাংলাদেশকে আলোচনায় বসাতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র: বার্নিকাট

  |  ১২:৪৩, অক্টোবর ১৮, ২০১৭

রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারকে বাংলাদেশের সাথে আলোচনায় বসাতে যুক্তরাষ্ট্র সবধরনের তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

বুধবার দুপুরে বিজিএমই ভবনে তৈরি পোশাক মালিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় অ্যার্কড ও অ্যালায়েন্স বাংলাদেশে কার্যক্রমের মেয়াদ বাড়াবে কিনা তা তৈরি পোশাক খাতের নিরাপত্তা ঝুঁকির উপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেন, ‘মিয়ানমারে চলমান সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার ব্যাপারে নিরাপদ পরিবেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন’সহ সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশের সাথে মিয়ানমারকে আলোচনায় বসাতে কাজ করছে ওয়াশিংটন।’

রোহিঙ্গা সমস্যাকে মার্কিন সরকার ও জনগণ গুরুত্বের সাথে বিবেচনা করছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ