Sobujbangla.com | বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ফ্রান্স।
News Head
 ফ্যাসিবাদী সরকার শক্তি পুরো জাতির ওপর চেপে বসে আছে: মির্জা ফখরুল। চিপস দিয়ে অপহরণ করে, পাঁচ বছরের বোনের তথ্যে মিলল বিক্রি হওয়া ছোট ভাই। ইন্টার্ন চিকিৎসকদের, আশ্বাসে আন্দোলন বন্ধ, স্বাস্থ্যমন্ত্রীর। যত জঙ্গি গ্রেপ্তার করেছি, তার মধ্যে একজনও মাদরাসার ছাত্র নন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। সিলেট নগরীতে অবশেষে সচল হলো ‘অচল’ ১১০ সিসি ক্যামেরা,। সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রমের উদ্বোধন, সিলেটে। সার্বজনীন পেনশন স্কিম সেবা কার্যক্রম অবহিতকরণ সভা। তদন্ত কমিটি অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলেছে,। রমজান মাসে ভাজা-পোড়া বেশী খাওয়ার,কারনে হাসপাতাল গুলোতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা,। কলেজের পুকুরে ডুবে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে,।

বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ফ্রান্স।

  |  ২০:৪০, জুলাই ১০, ২০১৮

প্রথমার্ধে গোলশূন্যের পর ৫১ মিনিটে উমতিতির হেড থেকে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকা বেলজিয়াম সুযোগ পেয়েছিল ১৫তম মিনিটে। কিন্তু আজারের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পালটা আক্রমণে মাতুইদির শট সেভ করেন বেলজিয়ামের গোলরক্ষক কর্তোয়া। ২২তম মিনিটে বেলজিয়ামের আল্ডারভাইরেল্ডের আচমকা শট দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক লরিস।

দ্বিতীয়ার্ধের শুরুটাও ভাল করে বেলজিয়াম। কিন্তু গ্রিজমানের কর্নার থেকে দুর্দান্ত হেডে ফ্রান্সকে এগিয়ে দেন উমতিতি। বদলি হিসেবে নেমে মের্টেন্স দুটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ডে ব্রুইন ও ফেলাইনি তা কাজে লাগাতে পারেনি।
তৃতীয়বারের মত ফাইনালে ফ্রান্স। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল ফ্রান্স।

বেলজিয়ামের শুরুর একাদশঃ ভিনসেন্ট কোম্পানি, ইয়ান ভার্টোনেন, থিবো কোর্তোয়া, টবি আল্ডারভাইরেল্ড, কেভিন ডে ব্রুইনে, এদেন আজার, রোমেলু লুকাকু, আক্সেল উইতসেল, নাসের শাদলি, মুসা দেম্বেলে, মারোয়ান ফেলাইনি।

ফ্রান্সের শুরুর একাদশঃ বাঁজামাঁ পাভার্দ, লুকা এরনঁদেজ, উগো লরিস, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, এনগোলো কঁতে, পল পগবা, অঁতোয়ান গ্রিজমান, ব্লেইস মাতুইদি, কিলিয়ান এমবাপে, অলিভিয়ে জিরুদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ