Sobujbangla.com | মোদিকে ইমরানের চিঠির পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক
News Head

মোদিকে ইমরানের চিঠির পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

  |  ১৫:৩৫, সেপ্টেম্বর ২০, ২০১৮

ভারত, পাকিস্তান, ইমরান, মোদি, সুষমা, কুরেশি, India, Pakistan, Imran, Modi, Sushma, Qureshi, rtvonline
ভারত, পাকিস্তান, ইমরান, মোদি, সুষমা, কুরেশি, India, Pakistan, Imran, Modi, Sushma, Qureshi, rtvonline

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভার এক ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বৃহস্পতিবার ভারত সরকারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, এটা শুধু সাক্ষাৎ, আলোচনা শুরু নয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের চিঠি লেখার প্রেক্ষিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই সাক্ষাৎ।

রবিশ কুমার বলেন, আমরা শুধু সাক্ষাৎ করতে সম্মত হয়েছি। কোনও আলোচ্য সূচি এখনও নির্ধারিত হয়নি।

চিঠিতে মোদিকে দুটি অনুরোধ জানান ইমরান। অন্যটি হলো পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে ভারতের যোগ দেয়া প্রসঙ্গে। ‘পরিস্থিতি অনুকূলে নয়’ উল্লেখ করে এটি নাকচ করে দিয়েছে ভারত।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা মনে করি সাক্ষাৎ ও আলোচনা দুইটি আলাদা বিষয়। এই সাক্ষাতে সন্ত্রাসবাদ বিষয়ে আমাদের অবস্থান পালটাবে না।

মোদিকে লেখা চিঠিতে ইমরান ২০১৫ সাল থেকে স্থগিত থাকা ভারত ও পাকিস্তানের আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানান।

গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া ইমরান চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে ‘মোদি সাহাব’ বলে সম্বোধন করেন।

এছাড়া পাকিস্তান সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে প্রস্তুত উল্লেখ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সাক্ষাতের পরামর্শ দেন তিনি।

ইমরান খান বলেন, সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রীরা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি পথ খুঁজে বের করতে পারবেন। আপনাকে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগদানের নিমন্ত্রণ করা হবে।

এটি আপনার পাকিস্তান সফর এবং স্থগিত আলোচনার প্রক্রিয়াটি পুনরায় শুরু করার একটি সুযোগ হতে পারে বলেও উল্লেখ করেন ইমরান খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ