Sobujbangla.com | যারা জাতীয় ঐক্যে থাকবে না তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে: ফখরুল
News Head

যারা জাতীয় ঐক্যে থাকবে না তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে: ফখরুল

  |  ২২:৫২, সেপ্টেম্বর ২৩, ২০১৮

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় স্বাধীনতা বিরোধী শক্তি থাকবে কিনা, তা আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত হবে। এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চ্যানেল টুয়েন্টি ফোরের সাথে আলাপে তিনি জানান, যৌথ নেতৃত্বের এ ঐক্যে যারা থাকবে না তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।
একাদশ সংসদ নির্বাচন ঘিরে সরগরম রাজনীতির মাঠ। সব রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে বইতে শুরু করেছে নির্বাচনি আমেজ। এ সময়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে জাতীয় ঐক্য।

এ অবস্থায় নির্বাচন ঘিরে নানা ইস্যু নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলছেন, জাতীয় ঐক্য জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। ন্যূনতম দাবির ভিত্তিতে সমঝোতার মাধ্যমে দিতে চান চূড়ান্ত রূপ।

মির্জা ফখরুলের দাবি, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠা করতে এই ঐক্য। তাই নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে নেই কোন প্রশ্ন। স্বাধীনতা বিরোধী দল নিয়ে এখনো কোন সিদ্ধান্ত না হলেও এ নিয়েও সমঝোতার আশা বিএনপি মহাসচিবের।

ইস্যু ভিত্তিক ঐক্য হবে, না নির্বাচনি ঐক্য হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান মির্জা ফখরুল।

এ বিভাগের অন্যান্য সংবাদ