Sobujbangla.com | একাদশ জাতীয় নির্বাচন ২৩ ডিসেম্বর।
News Head

একাদশ জাতীয় নির্বাচন ২৩ ডিসেম্বর।

  |  ১৬:৪৩, নভেম্বর ০৮, ২০১৮

আগামী ২৩ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়পত্র দাখিলের শেষ দিন ২২ নভেম্বর, যাচাই-বাছাই ২৫-২৬ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ৫ ডিসেম্বর।

সিইসি বলেন, ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

ঘোষণায় বলেন, নির্বাচন পরিচালনার জন্য প্রায় সাত লাখ কর্মকর্তা নিয়োগের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রত্যেক নির্বাচনি এলাকায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়াগ করা হবে।৬ লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এতে থাকবেন পুলিশ, বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শাহাদৎ হোসেন চৌধুরী, কবিতা খানম, মো. রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এছাড়া, গত ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার।

এ বিভাগের অন্যান্য সংবাদ